Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোimagesলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ

নরসিংদী শহরের বীরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ওমর ফারুক ওরফে আদুকে(৩০) মঙ্গলবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার ক্ষত-বিক্ষত ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

স্থানীয় লোকজন এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক ওরফে আদু স্থানীয় বীরপুর এলাকার বাসিন্দা এবং এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকায় একাধিক অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে নরসিংদী থানায় অন্তত ১০ টি মামলা রয়েছে। স্থানীয় লোকজনের ধারণানুযায়ি মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বীরপুর উত্তরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে তারই প্রতিপক্ষ কোনো সন্ত্রাসী চক্র তাকে হত্যা করে সেখানে তার মরদেহ ফেলে রাখে। রাত ৯ টার দিকে এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার মরদেহ সেখান থেকে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নরসিংদী সদর হসপিটালে প্রেরণ করেন। তবে, এঘটনায় গতকাল বুধবার বিকাল পর্যন্ত কোনো অপরাধী গ্রেফতার কিংবা আটক হয়নি।