খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫০ জনেরও বেশি।
২০১৪ সালে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলাও করেছিল তেহরিক ই তালেবান। ওই হামলায় ১৪০ জন নিহত হয়েছিল। সেই হামলার প্রধান পরিকল্পনাকারী ওমর মনসুর ফেসবুকের মাধ্যমে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেন।
ওমর জানান, চারজন আক্রমণকারীকে এই হামলা পরিচালনা করতে পাঠানো হয়েছিল। নিজস্ব সূত্রের উল্লেখ করে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানায়, চারজন আক্রমণকারীই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। হামলাকারীরা আত্মঘাতী হামলা করার প্রস্তুতি নিয়েই এসেছিল। তবে বোমা বিস্ফোরণের আগেই তাদের হত্যা করতে সক্ষম হয়।