Wed. Aug 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : শ্রমিক -কর্মচারী- পেশাজীবী -মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যতদিন পর্যন্ত স্বাধীন বাংলাদেশ রাজাকার মুক্ত না হবে ততোদিন পর্যন্ত সমন্বয় পরিষদের আন্দোলন চলবে।
মন্ত্রী আজ মতিঝিলের পূর্বাণী হোটেলের সামনে শ্রমিক -কর্মচারী- পেশাজীবী -মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী পূর্ব সমাবেশে সভাপতি’র বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন শীরিন আক্তার এম পি, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা ওসমান আলীও সমন্বয় পরিষদের সদস্য সচিব মালেক মিয়া। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, এমদাদ হোসেন মতিন, কামরুল আলম সবুজ, কামাল উদ্দিন, মোখলেছুর রহমান, কবির আহাম্মেদ খান, ফরিদুজ্জামান খান, মহসিন ভূঞা, ওসমান গনিসহ প্রমূখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি র‌্যালি পূর্বানী হোটেলের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মন্ত্রী শাজাহান খান র‌্যালীতে নেত্বৃত দেন । তিনি বলেন, বেগম জিয়া ২০১৫ সালে বাংলাদেশে পাকিস্তানীদের পরামর্শে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ছিলেন। তিনি পেট্রোল বোমা মারার নির্দেশ দিয়ে প্রথম ভাগে ৩৫ জন দ্বিতীয় ভাগে ৯২ জন ড্রাউভার হেলাপারকে হত্যা করেছেন। বেগম জিয়া হুকুমের আসামী। স্পেশাল ট্রাইবুন্যল করে মানুষ হত্যার দায়ে তার বিচার হবে।
তিনি বলেন, দেশকে পিছিয়ে দিতে ও যুদ্ধাপরাধিদের রক্ষায় পাকিস্তানী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বাংলাদেশী নায়িকা বেগম জিয়া। দেশি- বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।

অন্যরকম