খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ দেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের লক্ষ্যে নি:সৃত বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের উপর গূরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘পরিবেশ ও জীববৈচিত্রর জন্য ক্ষতিকর কোন ধরনের শিল্পায়নের প্রতি আমাদের সরকারের কোন সমর্থন নাই এবং ভবিষ্যতেও সমর্থন দেওয়া হবে না। উপরন্তু, পরিবেশবান্ধব শিল্প স্থাপনে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে।’ শিল্পমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১১তম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং শিল্পমেলা ২০১৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বাংলাদেশ প্লাস্টিক সামগ্রি উৎপাদনকারি ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) একটি বিদেশী কোম্পানির সহায়তায় এ মেলার আয়োজন করে।
আমির হোসেন আমু বলেন, অতীতের নীতিমালার মতো ‘জাতীয় শিল্পনীতি- ২০১৬’তেও প্লাস্টিক শিল্পের উন্নয়নে বিশেষ গূরুত্ব দেওয়া হয়েছে, কেননা এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা ২০২১ সাল নাগাদ এই খাতে রপ্তানিবাবদ রাজস্ব ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সাহায্য চাচ্ছেন। তিনি বলেন, সরকার প্লাস্টিক শিল্পের জন্য ১৩৩ কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জ জেলায় একটি শিল্প নগরী স্থাপন করতে যাচ্ছে।
তিনি জানান, এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা হবে। দেশে ও বিদেশে প্লাস্টিক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল- একথা উল্লেখ করে তিনি বলেন, দেশে প্লাস্টিক পণ্যের চাহিদা প্রতিবছর ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রী মেলায় অংশগ্রহনকারি বিদেশীদের স্বাগত জানিয়ে বলেন, এই মেলা এখাতে স্থানীয় শিল্পে প্রযুক্তি বিনিময়ে সহায়ক হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর সভাপতি আবদুল মতলুব আহমেদ, বিপিজিএমইএ- সভাপতি এম. জসিমউদ্দিন এবং এশিয়া প্লাস্টিক ফোরোমের সাধারন সম্পাদক ক্যালুম চেন।