খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে খন্দকার মোশাররফ হোসেন বুকে হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করেন। তখন তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা।