খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: হাজারো নার্সের স্লোগানে আজও প্রকম্পিত প্রেস ক্লাব এলাকা। নিয়মিত ব্যাচ, মেধা, ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। ‘হয় মোদের চাকরি দাও, নয় মোদের বিষ দাও’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’,
‘নার্স নিয়ে তাল বাহানা, চলবে না, চলবে না’। দাবি আদায়ে মুখে মুখে এমনই স্লোগান তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে নার্সরা।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে নার্সরা।
নার্স নিয়োগের পূর্বের চলমান নিয়ম বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ব্যাচ, মেধা, ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তারা।
জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) কর্তৃক পরীক্ষার মাধ্যমে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের ১ম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনরত নার্সরা বলছেন, উক্ত সিদ্ধান্ত বাতিল করে পূর্বের চলমান নিয়ম ব্যাচ, মেধা ও জেষ্ঠ্যতা ভিত্তিতে নিয়োগের আদেশ চেয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আলটিমেটাম দিলেও তা অবজ্ঞা করা হয়।
এই কর্মকাণ্ডে আমরা সবাই হতাশ এবং ক্ষুব্ধ জানিয়ে নার্সরা বলেন, সরকার ইতিপূর্বেও দুইধাপে, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রায় সাড়ে ৬ হাজার নার্স নিয়োগ দেন।
প্রসঙ্গত, পূর্বের চলমান নিয়ম ব্যতিরেকে বিপিএসসির মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত ১০,০০০ নার্সের পদ সৃষ্টি করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবিতে গত মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন।