খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ছুঁয়েছেন আরও একটি মাইলফলক। খুলনায় সাকিব নিয়েছেন ৩টি উইকেট।
এই ৩ উইকেট নেওয়ার সাথে সাকিব ছুঁয়েছেন ৪০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার মাইলফলক। ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার ৮০০০ রান ও ৪০০ উইকেট নেওয়া ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া ৪৬তম বোলার হলেন সাকিব আল হাসান।
৪০২টি আন্তর্জাতিক উইকেট নিয়ে সাকিব পিছনে ফেলেছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে। অ্যান্ড্রু ফ্লিনটফের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৪০০টি। সাকিবের সামনে আছে জোয়েল গার্নার, বব উইলিস ও গ্রায়েম সোয়ান। তাদের টপকাতেও বেশি সময় লাগবে না সাকিবের। জোয়েল গার্নার ও বব উইলিসের উইকেট সংখ্যা ৪০৫টি আর গ্রাম সোয়ানের ৪১০টি।
সাকিবের টেস্টে উইকেট ১৪৭টি ওয়ানডেতে ২০৬টি আর টি-২০তে ৪৯টি। ৩১০টি আন্তর্জাতিক উইকেট নিয়ে সাকিবের পরে আছেন মাশরাফি বিন মুর্তুজা। সাকিবের সামনে আরও একটি মাইলফলক অপেক্ষা করছে।
টি-২০তে শহীদ আফ্রিদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ১০০০ রান ও ৫০ উইকেট নেওয়ার মাইলফলক। সেটা অবশ্য জিম্বাবুয়ে সিরিজে না হলেও সামনে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে সেই মাইলফলক ছোঁয়া হয়ে যাবে। মাইলফলকটি ছুঁতে সাকিবের দরকার ১০৭ রান ও ১টি উইকেট।