খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ‘অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘দিন বদলের ৭ বছর’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোন প্রত্যক্ষ যুদ্ধে অংশ গ্রহণ করেনি দাবি করে এইচ টি ইমাম বলেন, “মুক্তিযুদ্ধে তার (জিয়াউর রহমান) কর্মকাণ্ড স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল। আমার জানা মতে, তিনি কোন প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেননি, যুদ্ধ করতে যাননি। মুক্তিযুদ্ধে তিনি অন্য উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার কর্মকাণ্ডের জন্য তাকে ‘অনুপ্রবেশকারী’ বলা যেতে পারে।”
একাত্তরে যেসব ক্ষুদ্র দলগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো তারাই এখন জঙ্গিবাদের ম“দাতা বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
তিনি বলেন, “এই বিএনপি’র উত্থান হয়েছিলো- নেজামে ইসলাম, জামাতে ইসলামের হাত ধরেই। এখন যেসব জেএমবি সদস্যরা আটক হচ্ছে তারা এই বিএনপি-জামায়াতেরই সাগরেদ, তাদের হাতেই তৈরি।”
বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই দলগুলোই পরবর্তীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করেছিলো উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, “মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য এরাই দায়ী। পরবর্তীকালে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নেই যা এরা করেনি। হেফাজতে ইসলামের তাণ্ডব, বিএনপি’র ৯০ দিনের নাশকতা সবই একই সূত্রে গাঁথা।”
এসময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে “উন্নয়নের প্রধান প্রতিবন্ধিকতা সম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। এর বিরুদ্দে রুখে দাঁড়াতে হলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। বাংলাদেশে এখন স্বপ্নের ঘটছে, আগামীতে আরো ঘটবে।”
এর আগে আওয়ামী লীগ সরকারের ৭ বছরের উন্নয়নের উপর প্রবন্ধ তুলে ধরেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট অধ্যাপক আনিসুজ্জামান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আকরাম উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ বিনায়েক সেন, অর্থনীতিবিদ সামসুল আলম প্রমুখ।