খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬:: নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ শাহ্ মোঃ আনিসুররহমান(ইসমাঈল)মাইজভান্ডারীর ভেলানগরস্থ বাড়ীতে গত ১৮জানুয়ারী বাংলাদেশ মাইজভান্ডারী ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে মরহুম শাহ্ আঃ রহমান মাইজভান্ডারী স্মরণে পবিত্র মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সমস্ত রাতব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাছুল(সঃ)গাউছে জামান,সুফীকুল সম্রাট আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ শফিউল বশর।ওয়াজ করেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান শাহসুফী আলহাজ্ব মাওঃ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী,আলহাজ্ব মাওঃ সৈয়দ তৈয়বুল বশর আল-হাসানী,আল-মাইজভান্ডারী প্রমুখ।বাংলাদেশ তরীকত ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি পীরজাদা কাজী মোহাম¥দ আলী পেশোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো ওয়াজ করেন ।আলহাজ্ব হযরত মাওঃ কাজী নজরুল ইসলাম আল-ক্বাদরী,মুফতি মাওঃমোঃ হাসানজ্জামান আল-চিশতি আল-ক্বাদরী,হযরত মাওঃসাওয়ার হোসেন আল ক্বাদরী।সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কমিশনার মোঃ কামাল মোল্লা,এস এম আনোয়ার হোসেন,এডভোকেট,মোঃ আবু সাইদ,মোঃ এন্তাজ উদ্দিন এন্তুু,আউয়াল মিয়া মাইজভান্ডারী,গোলাম মহিউদ্দিন সরকার,মোঃ মোফাজ্জল হোসেন খোকন,মোঃ মজিবুর রহমান প্রমুখ।সম্মেলন শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এবং সকলের মাঝে তবারক বিতরন করা হয়।