খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ রেজাউল করিম স¤প্রতি সংস্থার উপ-পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি সংস্থার এস্টেট অফিসার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মেধাবী কর্মকর্তা রেজাউল করিম সফল ভূমিকা রেখেছেন। ভোমরা, তামাবিলসহ আরও কয়েকেটি স্থলবন্দর বিষয়ে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত মামলাসমূহ নিষ্পত্তিতে তিনি নিষ্ঠার সাথে কাজ করেন। মামলা নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করায় এই কর্মকর্তাকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) বোর্ডের পক্ষ থেকে তাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
উপ-পরিচালক (প্রশাসন) দায়িত্ব পালনের পাশাপাশি রেজাউল করিম কর্তৃপক্ষের আইসিটি ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন গঠিত ‘ন্যাশনাল সিঙ্গল ইউন্ডো ওয়ার্কিং গ্রুপে’র সদস্য হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করছেন।
রেজাউল করিম শিক্ষা জীবনে খুলনা বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট্রিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী এবং আইটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন, মঙ্গলকোট বাজার, কেশবপুর, যশোর এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
রেজাউল করিম যশোর জেলার কেশবপুর উপজেলাধীন বিদ্যানন্দকাটি গ্রামের মোঃ কোরমাত আলী মোড়ল ও রোকেয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দোয়া প্রার্থী।
এদিকে,রেজাউল করিমের পদোন্নতিতে কেশবপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম।