Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি অতীতের কর্মকাণ্ডের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৪ ও ১৫ সালে বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তারা জনবিচ্ছিন্ন।
তিনি বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হবে না। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি না চায় তাহলে বিএনপিকে কোন বিদেশী প্রভু রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবে না। হানিফ আজ বুধবার কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিচারপতিদের রায় নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে হানিফ বলেন, যখন কোন বক্তব্য তাদের পক্ষে যায় তখন সেটাই আইনসঙ্গত।
যখন বিপক্ষে যায় তখন আইনসঙ্গত নয়। এর আগে এই দেশের উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখলকে অবৈধ রায় দিয়েছিলেন। একজন বিচারপতির রায় যদি তাদের মনে হয় যৌক্তিক তাহলে আরেকজন বিচারপতির রায়ও তাদের মানতে হবে। সম্প্রতি পুলিশী নির্যাতন সর্ম্পকে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা চাই এই সরকারের অধীনে জনগণ শান্তিতে ও নিরাপদে থাকবে। সম্প্রতি ব্যাংক কর্মকতা ও সাংবাদিকের উপর পুলিশি নির্যাতন ঘটনা আংশিক প্রমাণিত হয়েছে। একজন বা দুইজন পুলিশের অপকর্মের দ্বায়ভার পুরো পুলিশ বাহিনীর উপর বর্তাতে পারে না