খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়ান ভিটোরির বোলিং অ্যাকশন নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। বুধবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচের পর ভিটোরির বোলিং অ্যাকশন নিয়ে টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ অফিসিয়ালরা।
আগামী ১৪ দিনের মধ্যে ভিটোরিকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে এই ১৪ দিন ভিটোরি বোলিং করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে শেষ টি-২০তে বোলিং করতে কোন বাধা থাকবে না।