Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দূর সম্পর্কের ভাতিজা, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সামুসহ অর্ধশত বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে ফুলগাজীর শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির সামনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম। তার হাতে ফুল দিয়েই নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
খালেদা জিয়ার একই বাড়ির বাসিন্দা, দূর সম্পর্কের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সামু ছাড়াও আওয়ামী লীগে যোগদান করেন ইউপি সদস্য হাসনা বানু, আব্দুল মোমেন, কামরুল ইসলাম, হাসিনা আক্তার, মো. শাহ আলম, ছাত্রদল নেতা রনি, আনোয়ার হোসেন জীবনসহ প্রায় অর্থশত বিএনপি নেতাকর্মী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে নাসিম ছাড়াও এতে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক “িারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌদুরি সোহেল।
প্রসঙ্গত, ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও গত কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্য গড়ে তোলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ফুলগাজীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একরামুল হকের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালান। ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান একরামের গাড়িতে হামলাকালেও সামু ওই গাড়িতে ছিলেন। তবে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান।