Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: পুলিশের জেরার মুখে ভেঙে পড়লেন কাঁথিতে তরুণী খুনে মূল অভিযুক্ত বিকাশ পালুই। এর আগে অবশ্য তিনি পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছিলেন। জেরায় বিকাশ বলেন, কাঁথির ধর্মদাসবাড় এলাকার খাটুয়া-বাড়ির মেয়ে প্রজ্ঞাপারমিতার (২৬) সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে প্রেম ছিল। মাস খানেক আগে তিনি প্রজ্ঞাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সে বিকাশকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর ফোন করে বার বার প্রজ্ঞার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বিকাশ। প্রজ্ঞা তার ফোন ধরে না। তখন প্রজ্ঞার বোন শুচিস্মিতাকে ফোন করা শুরু করে সে। কিন্তু সেও বিকাশকে ফোন করতে বারণ করে দেয়। তখন বিকাশ তার প্রেমিকাকে খুন করার পরিকল্পনা করে।
বুধবার বিকেলে পিঠে ব্যাগ নিয়ে খাটুয়া বাড়িতে মোটরবাইকে করে ঢোকে সে। সেই ব্যাগের মধ্যে তাদের দু’জনের ছবি এবং পরস্পরকে দেওয়া উপহার ছিল। পুলিশ ওই ব্যাগের মধ্যে থেকে একটি হাঁসুয়াও উদ্ধার করে। জেরায় বিকাশ স্বীকার করেছে, ওই হাঁসুয়া দিয়েই সে খুন করে প্রজ্ঞাকে। তার কোপে গুরুতর আহত হয় প্রজ্ঞার মা ও বোন। বাড়িতে ঢুকে একতলার ঘরে প্রথমে বিকাশ কোপায় প্রজ্ঞার মা অনসূয়া খাটুয়া এবং তাঁর ছোট মেয়ে শুচিস্মিতাকে। এর পর দোতালার ঘরে উঠে হাঁসুয়া দিয়ে সে প্রজ্ঞাকে ক্ষত-বিক্ষত করে। খুন করে পালানোর সময় ওই যুবক ধরা পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের কাছে। শুরু হয় গণপিটুনি।
পুলিশ বিকাশকে উদ্ধার করতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিশাল কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গ্রেপ্তার করা হয় বিকাশকে।
পুলিশ বিকাশের বিরুদ্ধে খুনসহ ৩০২, ৩০৭, ৩২৬ এবং ৪৪৮ ধারায় মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তাকে তোলা হয়। সূত্র: আনন্দবাজার