Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি বাড়ি ও একটি খামার প্রকল্পে দেশের ১ কোটি ২০ লাখ অস্বচ্ছল মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে তিনি এ প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের আরো সম্পৃক্ত করে জনউদ্বুদ্ধকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পটি একটি মডেল হিসেবে দেশে-বিদেশে সমাদৃত করা সম্ভব হবে।
মন্ত্রী বৃহস্পতিবার ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের জাতীয় স্টিয়ারিং কমিটির তৃতীয় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্টিয়ারিং কমিটির সদস্য, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ স্টিয়ারিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়।
মন্ত্রী বলেন, জেলা ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের কাজের গুণগত মান ও গতি বাড়াতে হবে। তিনি প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম ও সাফল্যগুলো ব্যাপকভাবে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে এ প্রকল্প দ্বারা প্রকৃত সুবিধাভোগীদের সেবাদান বাড়ানো সম্ভব হবে। প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রকল্পটি সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রজ্ঞা, মেধা ও মননের ফসল।
এটিকে বাস্তবায়নে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ভূমিকা রাখতে হবে। সভায় জানানো হয়, জুলাই ২০০৯-জুন ২০১৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশের দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ প্রকল্পে উপকারভোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ। এতে ১ কোটি ২০ লাখ অস্বচ্ছল মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। উপকারভোগীদের নিজস্ব সঞ্চয় জমা ৮৫৭ কোটি টাকা। উপকারভোগীদের নিজস্ব সঞ্চয়ের বিপরীতে উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে ৭১২ কোটি ২৮ লাখ টাকা এবং তহবিলের পরিমান ২৬৫৫ কোটি টাকা।