Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল।
আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনাতয়নে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোস্তফা কামাল বলেন, গত দুই বছরে কৃষিতে সরকার ৪০০৭ কোটি টাকা ব্যায়ে ২৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। সরকার দেশের উন্নয়নের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সব কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। তাই জাতীয় উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতির অগ্রগতির জন্য সবার সহযোগিতা দরকার।
পরিকল্পনামন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে খাদ্যের উৎপাদন বেড়েছে ৩ গুণ আর জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ।
তিনি বলেন, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষিকে অটোমোশন করা,খাদ্য উৎপাদনের উল্লম্ফনের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
শহরের মত গ্রামেও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আবাসনের জন্য জমির পরিমাণ কমিয়ে এনে কৃষির জমির প্রাপ্যতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। বিপুল এ জনগোষ্টির খাবার যোগান দেওয়ার ফলে পরিবেশের ওপর চাপ পড়বে। এ বিষয়টি মাথায় রেখে কৃষি গবেষণা করার জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মহাসচিব আহসানুজ্জামান লিন্টু, আহ্বায়ক এইচ এম কায় খসরু, ইকরিস্যাট এর প্রধান অর্থনীতিবিদ ড. উত্তম দেব প্রমুখ।