খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: কেরিয়ারের ৬০০তম ম্যাচে জয়। কিন্তু সেটা সহজে পেলেন না রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার। অবাছাই মার্কিন টেনিস খেলোয়াড় লরেন ডেভিসের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচটি ২-১ ফলে জিতে নেন প্রাক্তন চ্যাম্পিয়ন শারাপোভা। খেলার ফল মারিয়ার পক্ষে ৬-১ ,৬-৭(৫), ৬-০।
কিন্তু মাশার জয়ের থেকেও টেনিস মহল বেশি সড়গরম তার পোশাক পরিবর্তন নিয়ে। শুক্রবার ম্যাচের প্রথম সেটটি ৬-১ ফলে জিতলেও দ্বিতীয় সেটে টাই-ব্রেকে ৬-৭(৫) ফলে অপ্রত্যাশিতভাবে হেরে যান মাশা। এরপরই নিজের পোশাক পরিবর্তন করে কোর্টে ফিরে আসেন তিনি। এবং দুর্দান্ত কামব্যাক করে বিশ্বের ১০৩ নম্বর প্রতিপক্ষ লরেনকে ৬-০ ফলে হারিয়ে সেট ও ম্যাচ পকেটে পুরে নেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই রুশ তারকা। ম্যাচ শেষে পোশাক পরিবর্তন নিয়ে সমালোচকদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়টি বলেন, ‘’আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাগ্যিস কোনো কথা বলিনি। তাহলেও হয়তো আমাকে ফাইন করা হতো।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘’পোশাক পরিবর্তন করার পর কোর্টে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি ভালো খেলতে শুরু করি।’’ প্রসঙ্গত, মাশার এটি কেরিয়ারের ৬০০তম জয় ছিল। পরের রাউন্ডে তিনি অষ্টাদশী বেনিচিচের মুখোমুখি হবেন।