খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: ইউরোপের অভিবাসী সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল টেলিফোনে কথা বলেছেন। দুই নেতার মধ্যে বৃহস্পতিবার এই টেলিফোন আলাপ হয়। হোয়াইট হাউস বলছে, আলাপে লন্ডনে অনুষ্ঠিতব্য দাতাদের সম্মেলন অভিবাসীদের নিয়ে বৈশ্বিক তৎপরতার একটি নয়া দিকনির্দেশনা পাওয়ার সুযোগ বলে একমত হয়েছেন।
মারকেলকে ওবামা বলেছেন, সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের নেতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন। অভিবাসী সমস্যায় নতুন অঙ্গীকার নিশ্চিত করার ক্ষেত্রে এই সম্মেলন সহায়তা করবে বলে ওবামা মনে করেন। বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘’যুদ্ধে ওলট-পালট হয়ে যাওয়া লাখ লাখ মানুষের জীবন রক্ষা এবং তাদের সহায়তার করার ব্যাপারে উভয় নেতাই আসন্ন মাসগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন