Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
  • images
    পৃথিবীর কমপক্ষে তিনশ কোটি মানুষের
    প্রধান খাবার ভাত ৷
    বাংলাদেশীদেরও প্রধান খাবারও এই
    ভাত। স্বাস্থ্যরক্ষায় ভাত খাবার পর
    কিছু কাজ হতে বিরত থাকার পরামর্শ
    দিয়েছেন চিকিৎসকরা। নিজেকে
    সুস্থ্য রাখতে মেনে চলুন ওই পাঁচ পরামর্শ।
  • ১. খাবার শেষের পর পরই
    তাৎক্ষণিকভাবে কোন ফল খাবেন না।
    এতে গ্যাসট্রিকের সমস্যা হতে পারে।
    ভাত খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর,
    কিংবা এক ঘন্টা আগে ফল খাবেন।
  • ২. ধুমপান করবেন না। আপনি
    সারাদিনে অনেকগুলো সিগারেট
    খেলেও যতটুকু না ক্ষতি হয়, ভাত খাবার
    পর একটি সিগারেট বা বিড়ি তার
    চেয়ে অনেক বেশী ক্ষতি করবে
    আপনার শরীরের। ভাত খাবার পর একটা
    সিগারেট খাওয়া আর সার্বিকভাবে
    দশটা সিগারেট খাওয়া ক্ষতির
    বিবেচনায় সমান বলে মত দিয়েছেন
    চিকিৎসকরা।
  • ৩. চা খাবেন না। চায়ের মধ্যে প্রচুর
    পরিমাণ টেনিক এসিড থাকে যা
    খাদ্যের প্রোটিনের পরিমাণকে ১০০
    গুণ বাড়িয়ে তোলে। ফলে খাবার হজম
    হতে স্বাভাবিকের চেয়ে অনেক
    বেশী সময় লাগে।
    ৪. বেল্ট কিংবা প্যান্টের কোমর
    ঢিলা করবেন না। খাবার পরপরই বেল্ট
    কিংবা প্যান্টের কোমর ঢিলা করলে
    অতি সহজেই ইন্টেসটাইন (পাকস্থলি)
    থেকে রেক্টাম (মলদ্বার) পর্যন্ত
    খাদ্যনালীর নিম্নাংশ বেকে যেতে
    পারে, পেঁচিয়ে যেতে পারে অথবা
    ব্লকও হয়ে যেতে পারে। এ ধরণের
    সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন
    বলা হয়। কেউ বেশি খেতে চাইলে
    আগে থেকেই কোমরের বাধন লুজ করে
    নিতে পারেন।
  • ৫. স্নান বা গোসল করবেন না। ভাত
    খাবার পরপরই স্নান করলে শরীরের রক্ত
    সঞ্চালন মাত্রা বেড়ে যায়। ফলে
    পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ
    কমে যেতে পারে যা পরিপাক
    তন্ত্রকে দুর্বল করে ফেলবে, ফলে খাদ্য
    হজম হতে সময় স্বাভাবিকের চেয়ে
    বেশী লাগবে।