এনবিএস : জানুয়ারি ২২, ২০১৬,শুক্রবার
চারদিকে নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানীর খবরে যখন তোলপাড় তামাম বিশ্ব, তখন নারীদের ‘স্বর্গরাজ্য’ হিসাবে উঠে এলো ডেনমার্কের নাম।
পৃথিবীর এক কোণে থাকা এই ছোট্ট শহরই মেয়েদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ বলে জানাচ্ছে দ্য ইউএস নিউস এবং ওয়ার্ল্ড রিপোর্ট।
বিশ্বের প্রায় সাত হাজার মহিলার সঙ্গে কথা বলার পরই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। স্ত্রী-পুরুষের মধ্যে সমতা, আর্থিক সমতা, নিরাপত্তা এবং প্রগতির ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচ দেশ কোনটি, জানতে চাওয়া হয়েছিল তাঁদের কাছে।
রিপোর্ট বলা হয়েছে, ডেনমার্কে অধিকাংশ সময়ই শীতকাল। রাতও দীর্ঘ। তা সত্ত্বেও এখানকার মেয়েরা নিরাপদ। যা সারা বিশ্বের মেয়েদের কাছে ঈর্ষণীয়।
এ ছাড়া ডেনমার্কে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাও উন্নতমানের। সবকিছু মিলিয়ে ডেনমার্ক বিশ্বের দশম স্থানে রয়েছে।