Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পঞ্চম দিনে নার্সদের অবস্থান ধর্মঘট চলছে
পঞ্চম দিনে নার্সদের অবস্থান ধর্মঘট চলছে

খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। আজ শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এই অবস্থা কর্মসূচি পালন করছে সংগঠনটি।
এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন। এতে কয়েকশো চাকরি প্রত্যাশী নার্স অংশ নিয়েছেন।