Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : নওগাঁর বদলগাছী উপজেলায় একটি বনভোজন অনুষ্ঠানে অসুস্থ হয়ে তিনজন মারা গেছেন।
শুক্রবার রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই তিনজন মারা যান বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, “রাতে ১৫-২০ জনের একটি দল পিকনিকের আয়োজন করে। গভীর রাতে খাওয়া-দাওয়া করার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।”
নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তি করার পর দুজনের মৃত্যু হয়।
অসুস্থ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ওসি জানান।
তাদের অসুস্থ হওয়ার কারণ মদপান বলে কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে পুলিশ সে বিষয়ে কিছু বলেনি।