খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসী মুজিবুর রহমানের ওপর হামলাকারীদের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পৃথক দুটি পুলিশি অভিযানে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি পুলিশ। হামলায় জড়িতদের শনাক্তের জন্য পার্শ্ববর্তী স্কুলের সিসিটিভির ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়।
সেই সূত্র ধরেই শুক্রবার ভোরে ১৪ ও ১৫ বছরের দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাদের একজনকে ব্রঙ্কসের একটি স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ জানুয়ারি নিউ ইয়র্কের পার্কচেস্টারে একটি স্কুলের সামনে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির হামলায় আহত হন মুজিবুর। ওই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী মনোভাব উসকে দেওয়ার জের বলে মনে করছেন অনেকে।