
খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে আইডি খুলে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, ‘আমি আইটি প্রতারণায় আক্রান্ত হয়েছি। আমার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র চাঁদা দাবি করেছে।’
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার একটা ফেসবুক আইডি ছাড়া আর কোনো আইডি নেই। সম্প্রতি আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র প্রবাসীদের কাছ থেকে চাঁদা চাচ্ছে।’
ইতোমধ্যে এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসনকে অনুরোধ করব, সংঘবদ্ধ ওই চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি দিন। তাহলে ভুক্তভোগীরা উপকৃত হবেন।’
এ ‘ভুয়া’আইডির মাধ্যমে তাকে যে কোনো সময় বিপদে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার ও প্রশাসন কি পদক্ষেপ নেয় আমি সে অপেক্ষায় রয়েছি। তারা কোনো পদক্ষেপ না নিলে পরে আমি আমার বক্তব্য দেব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।