Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুইদিনের সফরে রবিবার নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন। জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, হেলিকপ্টারযোগে বিকেল ৩টার দিকে তিনি জেলা শহরে পৌঁছাবেন।
জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ এ সফরের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির সফরের সম্ভাব্য যাতায়াতের রাস্তাগুলোতে চলছে সংস্কারের কাজ। রাষ্ট্রপতি শহরের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ জন্য বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। শহরের গুরুত্বপূর্ণ সড়কে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে তোরণ নির্মাণসহ সম্ভাব্য ভেন্যুগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জানান, সফরের প্রথমদিন বিকেল ৩টায় রাষ্ট্রপতি শহরের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান যোগদান করে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করবেন। এরপর সন্ধ্যায় তিনি সার্কিট হাউসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি শহরের খরমপট্টিস্থ নিজ বাসভবনে যাত্রিযাপন করবেন। পরদিন সোমবার বিকেল সোয়া ৩টায় রাষ্ট্রপতির বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।