খোলা বাজার২৪, শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের সকল নাগরিক ও ক্রীড়ামোদিদের নিজ অবস্থান থেকে খেলোয়াড়দের নিরাপত্তার কাজে অংশ নিতে হবে। ডিজি র্যাব আরো বলেন, দেশে অনুষ্টিতব্য বিশ্বকাপে অংশ নিতে আসা দলগুলোর নিরাপত্তায় অংশ নিচেছ র্যাবের ভেহিক্যাল ট্র্যাকিং সিষ্টেম, ভেহিক্যাল স্ক্যানার, বোম্ব ডিজপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। এছাড়াও হোটেলে স্থাপন করা হয়েছে একটি ভেহিক্যাল ট্র্যাকার। এর মাধ্যমে কোন দলের বাস কোথায় অবস্থান করছে সেগুলো সহজে মনিটরিং করা যাবে।
ডিজি র্যাব বেনজীর আহমেদ আজ রাজধানীর খিলক্ষেত এলাকায় লা-মেরিডিয়ান হোটেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান। ডিজি র্যাব বলেন, টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের মত বড় আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। এবারও সর্বোচচ নিরপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্বকাপকে ঘিরে র্যাব, পুলিশ ও সকল স্তরের গোয়েন্দাদের সমন্বয়ে ভেন্যু ও খেলোয়াড়দের থাকার হোটেলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বেনজীর আহমেদ আরো বলেন, বিশ্বকাপে খেলোয়াড়দেরকে সর্বোচচ নিরাপত্তা দিতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ডিজি র্যাব বেনজীর আহমেদ এর আগে আজ দুপুর দেড়টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
হোটেলের ১৪তলায় কনফারেন্স রুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিকিউরিটি ম্যানেজার (নিরাপত্তা কর্মকর্তা) মি. শেইন নরিস, বিসিবি ও লা-মেডিয়ান হোটেল কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা বিষয়ে একটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকালে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তষ্টি প্রকাশ করেছে।
এসময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অপারেশন কর্ণেল জিয়াউল আহসান (জিয়া), মিডিয়া উইংয়ের মুখপাত্র কমান্ডার মূফতি মাহমুদ খান, র্যাব-১ এর অধিনায়ক (ওসি) লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদ, র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর রুম্মান মাহমুদ, মেজর মুদসুদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচেছ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলো লা-মেরিডিয়ান হোটেলে অবস্থান করবে।