খোলা বাজার২৪, শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ : দুরন্ত গতিতে ছুটে চলেছেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। বর্তমান টেনিসের নারীদের ডাবলসে প্রায় অপ্রতিরোধ্য এই ইন্দো-সুইস জুটি অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। দ্বিতীয় রাউন্ডে সানিয়া-হিঙ্গিস জুটি হারান ইউক্রেনের লাইদমাইলা এবং নাদিয়া কিচেনক জুটিকে।
সরাসরি সেটে জয় পাওয়া সানিয়া-হিঙ্গিস জুটি তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে কোর্টে লড়েছেন ৬৩ মিনিট। নারীদের ডাবলসের এক নম্বর জুটি ইউক্রেনিয়ান জুটিকে ৬-২, ৬-৩ সেটে জয় পেয়েছেন। ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিস জুটি এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে টানা ৩২ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন।