খোলা বাজার২৪, শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ : চশমা পরে থ্রিডি সিনেমা তো অনেক দেখলেন, এবার নিজের ফেসবুক টাইমলাইনটি দেখবেন থ্রিডি-তে। খুব তাড়াতাড়িই ফেসবুকে আসতে চলেছে এই বিশেষ ফিচার। কিন্তু কীভাবে?
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন খুব তাড়াতাড়ি ‘থ্রিডি টাচ’ নামে একটি বিশেষ ফিচার চালু হতে চলেছে ফেসবুকে। এর ফলে ফেসবুক টাইমলাইনটি থ্রিডি-তে দেখতে পাবেন ইউজাররা। তার চেয়েও বড় কথা হল, কোনও লিঙ্ক বা প্রোফাইল দেখতে, সোয়াইপ করে একটি পেজ থেকে অন্য পেজ বা লিঙ্কে যেতে হয়। কিন্তু এই থ্রিডি টাচ চালু হলে, একটি পেজে থাকা অবস্থাতেই অন্য লিঙ্ক, প্রোফাইল, ফোটো, কভার ফোটো, প্রোফাইল পিকচার, ইভেন্ট সবকিছুই দেখা যাবে। অর্থাৎ ইউজার তার নিজের প্রোফাইল বা টাইমলাইনে থাকা অবস্থাতেই অন্য পেজ বা লিঙ্ক দেখতে পারবেন।
তবে এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য। নতুন একটি আইওএস অ্যাপ-এর মাধ্যমেই এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে ফেসবুক। প্রথমে বিটা ভার্সন চালু হবে মুষ্টিমেয় ইউজারদের জন্য। পরে তা আসবে সকলের জন্য।