Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফ্লাইট ওঠানামা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট উড়তে পারছে না আবার নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে আকাশে চক্কর দিচ্ছে একাধিক ফ্লাইট।
আজ রোববার ফ্লাই দুবাইয়ের এফজেড৫৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ১৬ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসে। ভোর ৬টা ২ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে নামার কথা থাকলেও কয়েক দফায় চক্কর দিয়ে ব্যর্থ হয়ে এটিকে উড়ে যেতে দেখা গেছে নারায়ণগঞ্জের আকাশে।
বিমানবন্দর সূত্র বলছে, কেবল এফজেড৫৮৭ ফ্লাইটটিই নয়, ভোরে নির্ধারিত একাধিক ফ্লাইট শাহজালালে নামতে ব্যর্থ হয়ে এখনও আকাশে উড়ছে। এছাড়া, যে ফ্লাইটগুলোর ভোরে ঢাকা ছেড়ে যাওয়ার কথা সে ফ্লাইটগুলোকেও ওড়ার সময় পেছাতে হয়েছে।