Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “আলতাফ মাহমুদের মৃত্যুতে দেশ একজন একনিষ্ঠ সংবাদকর্মীকে হারাল।”
তিনি প্রয়াত এই সাংবাদিক ইউনিয়ন নেতার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ছিলেন।
সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন কাজ করেছেন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক হিসেবে।
স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন এই সাংবাদিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুদিন আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।