খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। ভাইরাসটি গর্ভের শিশুর মস্তিষ্ক বিকাশে ব্যাঘাত ঘটায় বলে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে নারীদের গর্ভধারণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদর ও জ্যামাইকা কর্তৃপক্ষ দেশটির নারীদের এখনই সন্তান না নেয়ার পরামর্শ দিয়েছে। কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী আলজান্দ্রো গ্যাভিরিয়া সতর্ক করে বলেছেন, গর্ভধারণ করার পরিণতি ভয়াবহ হতে পারে। আগামী ছয় থেকে আট মাস গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে এল সালভাদরের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইদুয়ার্দো এস্পিনোজা তার দেশের নারীদের গর্ভধারণ করতে ২০১৮ দাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
দক্ষিণ আমেরিকার ২০ টির বেশি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। এর মধ্যে শুধুমাত্র ব্রাজিলেই গত অক্টোবরের পর থেকে চার হাজারের বেশি শিশু ছোট মাথা নিয়ে জন্মেছে। মশাবাহিত ভাইরাসটির এখন পর্যন্ত কোন প্রতিষেধক বা চিকিৎসা আবিষ্কার হয়নি।