খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে সব ধরনের মূল্যসূচক এদিন কমেছে। ডিএসইতে আজ ৩২০ টি কোম্পানির ১৫ কোটি ৭ লাখ ২৫ হাজার ৯৪২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৭৮ টাকা।
যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১.৮১ পয়েন্ট কমে ৪৬২৬.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৫৯ পয়েন্ট কমে ১৭৫০.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৫৭ কমে ১১১৫.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, অলটেক্স ইন্ডাঃ, সিএনএ টেক্স, আইটিসি, ইফাদ অটোস, ঢাকা ডাইং, সিএমসি কামাল ইউনাইটেড এয়ার ও সাইফ পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অলটেক্স ইন্ডা, সানলাইফ ইন্সুঃ, নর্দান জুট, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেমীনি সী ফুড, সিএমসি কামাল, বিডি কম, সুহৃদ ইন্ডাঃ, তাল্লু স্পিনিং ও ঢাকা ডাইং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ৫ম আইসিবি, শমরিতা হাসপাতাল, এসইএম লেকচার, ৬ষ্ঠ আইসিবি, শ্যামপুর সুগার, ভ্যানগার্ড এএমএল বিডি, ইউনাইটেড এয়ার, আজিজ পাইপস, কেডিএস এক্সেসরিজ ও রিলায়েন্স ইন্সুঃ।