Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডেপুটি মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি নিনা আহমেদ। ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি ড. নিনাকে ডেপুটি মেয়র ফর পাবলিক এনগেজমেন্ট পদে মনোনয়ন দিয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের সুযোগ পান নিনা।
প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি।
নিনা আহমেদের জন্ম ঢাকায়। বাবার আদি বাড়ি ময়মনসিংহ, মায়ের ফরিদপুর। মার্কিন মুলুকে মেয়ের এই অসামান্য সাফল্য দেখে যেতে পারেননি মা-বাবা। স্বামী আহসান নসরুল্লাহ ও দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার অভিজাত মাউন্ট এরি এলাকায় থাকেন নিনা।