Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : পৌরসভার নির্বাচনে এমপিরা প্রচারনায় কেন অংশ নিতে পারবেন না তা জানতে চেয়ে রুল জারী করছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ মোট আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন নুরুল ইসলাম সুজন । পৌর সভা নির্বাচন বিধিমালা ২০১৫ এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে এমপরিা কেন পৌর নির্বাচনের প্রচারণার অংশ নিতে পারবেন না এ মর্মে নির্দেশনা চাওয়া হয়। গত রোববার বিকেলে সুুপ্রীম কোর্টের আইনজীবী একেএম নরুন্নবী সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট পিটিশনটি দায়ের করেন।
নরুন্নবী সুমন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন থেকে জারিকৃত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৯ এ সংসদ সদস্যরা পৌর নির্বাচনী এলাকায় প্রচারণনায় অংশ নেওয়ার ব্যাপারে কোন বিধি নিষেধ ছিল না। কিন্ত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ তে এ সুযোগ রহিত করা হয়। তিনি বলেন, বিধিমালার ২ এর ১২ তে বলা আছে লাভ জনক পদে আছেন এমন ব্যাক্তি প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া ২ এর ২২এ বলা হয়েছে সংসদ সদস্যরা সরকারী সুযোগ সুবিধা ভোগ করছেন তাই তারা পৌরনির্বাচনে প্রচারনায় অংশ গ্রহণ করতে পারবেন না।
আইনজীবী বলেন, সংসদ সদস্যরা সরকারী সুযোগ সুবিধা ও বেতনভোগী না। তারা ভাতাপাচ্ছেন তাই এ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন অংশ নিবেন।