খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : গত চারদিন যাবত নারায়ণগঞ্জ রিংরোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।যার প্রতিবাদে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি অবিরাম গ্যাস সংযোগ দিতে হবে। আর এই অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, গত এক মাস ধরে নারায়ণগঞ্জের শহর জুড়ে গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়।
তাই ক্ষিপ্ত হয়ে ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গৃহিনীসহ সর্ব স্তরের লোকজন। তাদের একটাই দাবি ‘গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।’
সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিবেদন লেখা অবস্থায় তারা রাস্তায় অবস্থান করছিল। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং দুইদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রাজিয়া ফাতেমা নামে এক গৃহিণী জানান, গত চারদিন ধরে একটানা গ্যাস নেই। হঠাৎ করে গ্যাস সংকট দেখা দেওয়ায় সন্তানদের নিয়ে আমরা মহাসংকটে পড়েছি। খুব দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে রাস্তা ছাড়ব না।