খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ :তোফাজ্জল হোসেন।।বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির তিনদিনব্যাপী এক বিশেষ সম্মেলন গত ২৪ জানুয়ারী কক্সবাজারস্থ হোটেল সী প্যালেস এ অনুষ্ঠিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে সমিতির কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ডাঃ আমিনুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী।
সম্মেলনে জাতীয় ও জনস্বার্থে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ২০১০সালের ৬১নং আইনের ১৫(১),২২(১),২৯(১)ধারা উপধারা সহ গণবিরোধী কাল আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক ডাঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক ডাঃ আক্কাছ আলী,ডাঃ রফিকুল ইসলাম মনু,ডাঃ হাফিজুর রহমান,সবিনকো ল্যাব এর সহ ব্যবস্থাপক আশেক এলাহী প্রমুখ।অনুষ্ঠানে সারাদেশ থেকে সমিতির জেলা কমিটির প্রতিনিধিগণ সহ ৩০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রধান অতিথি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ সবুজ আলী গণবিরোধী কাল আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানান।তিনি সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।