খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ :তোফাজ্জল হোসেন।।আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতি শুধু মাত্র যুব সমাজকে বিভন্ন অবক্ষয় থেকেই মুক্ত রাখে না, ক্রীড়া ও সংস্কৃতিক যুব সমাজকে পরিশুদ্ধ করে। তাই পরিশুদ্ধ জীবন যাপন করতে হলে যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করতে হবে। তিনি গত ২৪ জানুয়ারী রাতে নরসিংদী সদর উপজেলাধীন সাহেপ্রতাবস্থ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে আর্থ সামাজিক ও জনকল্যান মূলক সংগঠন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন কাপ টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেওয়াজ ফার্মিং কপ্লেক্স এর সত্বাধীকারী মোঃ শাহ নেওয়াজ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মনসুর আলী, বিশিষ্ট সমাজ সেবক এমএ মোমেন, মমিন ট্রেক্সটাইল নরসিংদীর সত্বাধীকারী মোঃ মমিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মজিদ মিয়া, ইউপি সদস্য মোঃ আমির হোসেন মৃধা, এম.এ আজিজ, মোতাহার হোসেন মৃধা, মোঃ হারুন অর রশিদ, মোঃ নুরুল আমিন মৃধা ও মোঃ আলেক মিয়া প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, মানুষ সমাজবদ্ধ জীব। সাহিত্য, সংস্কৃতিক ও ক্রীড়া সামাজিকতা শিক্ষা দেয় এবং পাশাপাশি মানুষকে মানবিক ও শারীরিক প্রশান্তি এনে দেয়। পরিশেষে প্রধান অতিথি ক্রীড়া ও সংস্কৃতির প্রতি যুবসমাজ তথা মানুষকে দেশ প্রেমে উদ্ভুত্ত করতে আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করেন।