খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।