খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হল সাকিব আল হাসান। তাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের কোন শেষ নেই। ক্রিকেটের বাহিরে ব্যক্তি সাকিব কেমন তা নিয়ে তার ভক্তদের প্রশ্নের কোন শেষ নেই। ব্যক্তি সাকিব সম্পর্কে কিছু তথ্যই এখানে তুলে ধরা হল
সন্তান প্রিয় সাকিব
সাকিব আল হাসান সদ্যই বাবা হয়েছেন। জন্মের সময় সন্তানের পাশে থাকবেন বলে সিরিজ চলার মাঝ পথেই চলে যান আমেরিকায়। মেয়ের মুখ দেখে চলে এলেন খেলতে। খেলা শেষ হতেই দেরি না করে আবার আমেরিকায় উড়ে গেলেন। ভ্রমণ, খেলা কোন ক্লান্তিই যেন সাকিবকে থামাতে পারেনা। প্রিয় সন্তানকে রেখে কি আর দূরে থাকা যায়।
সহজ-সরল সাকিব
মানুষ হিসাবে খুবই সাদাসিধে সাকিব আল হাসান। জুম্মার দিনে যদি বাসায় হেটেই চলে যান মসজিদে। রাস্তায় তাকে দেখে কেউ কথা বলতে আসলেই কুশল বিনিময় করেন হাসিমুখে। বাসায় ফেরেন নাম না জানা অনেক ভক্তের সাথে। বাসায় কাজের লোক থাকলেও কেউ আসলে দরজায় খোলেন নিজেই। বাসার দারওয়ান কেয়ারটেকার সবার সাথেই কথা বলে ‘আপনি’ করে।
দানশীল
সাকিব নিয়মিত যাকাত দেন। বিল্ডিংয়ের কর্মচারীদের নিয়মিত বকশিশ দেন তিনি। দুই ঈদ ছাড়াও নিজের যখনই মন চায় এ ধরনের কাজ তিনি করে থাকেন। গত বিগ ব্যাশেও খেলতে যাওয়ার আগেও তিনি সবাইকে টাকা দিয়ে যান। এছাড়াও গরীবদের তিনি সাহায্য করে থাকেন।
প্রতিবেশীর সাথে সুসম্পর্ক
সাকিব তার প্রতিবেশীর সাথেও ভাল সম্পর্ক বজায় রেখে চলেন। রমযান মাসে অন্য বাসা থেকে যেমন সাকিবের বাসায় ইফতার আসে ঠিক তেননি সাকিবের বাসা থেকেও ইফতার দেওয়া হয়। রোজার মাসে মাঝে মাঝে সাকিব তার গ্যারেজে ইফতার পার্টির আয়োজন করেন।
গাড়ি চালাতে ভালবাসেন
সাকিবের গাড়ি অনেকগুলো থাকলেও সে ড্রাইভার রেখেছে মাত্র একজন। তারপরও সেই ড্রাভারের সময় কাটে অলস ভাবে। সাকিবের বের হবার প্রয়োজন হলেও সাকিব বেশির ভাগ সময় নিজেই গাড়ি চালান। পরিবারের অন্য সদস্যদের প্রয়োজনে গাড়ি চালালেও বেশির ভাগ সময় ড্রাভারের সময় কাটে বাজারের কাজে সময় দিতে!
ফুটবল প্রিয় সাকিব
সাকিব ক্রিকেট ছাড়া ফুটবল খেলা খুব পছন্দ করেন। সময় পেলেই ফুটবল খেলা দেখতে বসে যান সাকিব। নিজেও যেমন নম্বর ওয়ান তেমন ফুটবলেও সাকিবের প্রিয় খেলোয়ার নম্বর ওয়ান লিওনেল মেসি।