Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : বশখের বসবতি হয়ে যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিয়ে করলেন এক কপোত-কপোতি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ২০টি অঙ্গরাজ্যের বাসিন্দারা যখন ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে ঠান্ডায় কাঁপছিল ঠিক তখনই টেনেসি নাশভিলের বাসিন্দা জেসিকা রিড ও জন পাইল ঠাণ্ডাকে জয় করে খোলা আকাশের নিচে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
সেই মোতাবেক পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়ে বিয়ে করেন তারা। জেসিকা রিড বলেন, আমরা এটাই চেয়েছিলাম। কিছুটা তুষার পড়লে তাতে কি আসে যায়। মাত্র বিয়ে করলাম। তারা জানান, ঠিক এক বছর আগে দেখা হয়েছিল দুজনের। তাই পরস্পরের প্রতি অঙ্গীকার প্রকাশের যথার্থ দিন ছিল শুক্রবার। কনের সবচেয়ে কাছের বন্ধু বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এবং বরের ভাই ছবি তোলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হবার পর অনেকেই কপোত-কপোতিকে বাহবা দেন।