খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন; আহত হন আরও পাঁচজন।
মঙ্গলবার ভোরে উপজেলার দাড়িয়ারপুর-দিলরুবা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম।
নিহতরা হলেন, আবু বক্কর (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (৩০) ও ছেলে সাব্বির (৬)।
আহতদের মধ্যে মজনু মিয়া (৩৬) ও সৌরভ (৭) নামে দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি রেজাউল বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গুড় ভরতি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নবকুমার ব্রিজ সংলগ্ন বস্তিতে ঢুকে যায়। এতে পরিবারের তিনজন ঘটনাস্থলে নিহত হন।
আহতরা তাদের প্রতিবেশী বলে জানান ওসি।
ওসি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুর পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসক।