Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ঠেকাতে আইন আসছে
মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ঠেকাতে আইন আসছে

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করলে শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক গত রোববার এ প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য ঠেকাতে আইন করার বিষয়টি নিয়ে সক্রিয় চিন্তাভাবনা চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক কটাক্ষের ঘটনায় বিভিন্ন মহল থেকে আইন তৈরির যে দাবি উঠেছে, তা বিবেচনা করে দেখা হচ্ছে। আইন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে।
নতুন আইন প্রসঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি যে একটা বড় অপরাধ, নতুন প্রজন্মসহ অন্যদের মধ্যে সেই বোধ তৈরি করতে এই আইনটি দরকার। তিনি বলেন, আইন কমিশনের সঙ্গে নির্মূল কমিটি এ নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছে। ২৮ জানুয়ারি আইনমন্ত্রীর সঙ্গে এই আইনসহ কয়েকটি বিষয়ে তাঁদের বৈঠক হবে। তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা গেলেও স্বাধীনতার ঘোষণা পরিবর্তন করা যায় না। কিন্তু সেই চেষ্টা যারা করবে, তাদের শাস্তি হতেই হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সংবাদ সম্মেলন করে অবিলম্বে ‘ইউরোপের হলোকস্ট ডিনাইয়াল অ্যাক্ট’ অনুসারে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানায়। আইন কমিশন সূত্র জানায়, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, যারা শহীদদের বিরুদ্ধে কথা বলবে, যারা একাত্তরের অত্যাচার-অবিচারকারী, খুনি, গণহত্যাকারীদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৩ ডিসেম্বরের সভায় এ-সংক্রান্ত আইনের খসড়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।