Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : দক্ষিণ কোরিয়ার জিজু দ্বীপে রেকর্ড তুষারপাতে গত সপ্তাহান্তে আটকেপড়া হাজার হাজার লোককে সরিয়ে নিতে সোমবার রাতভর ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, জিজু আন্তর্জাতিক বিমানবন্দর হতাশাগ্রস্ত ভ্রমণকারীদের সরিয়ে নিতে সোমবার রাতভর খোলা রাখা হয়।
আবহাওয়া পরিস্থিতির কারণে তিন দিন ধরে এটি বন্ধ রাখা হয়েছিল। পরিবহণ মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ওই বিমানবন্দর থেকে ১৫০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। এসব ফ্লাইটে ৩০ হাজারেরও বেশি যাত্রী ওই বিমানবন্দর ছেড়ে গেছে। সমুদ্র সৈকত ও সাধারণত উষ্ণ জলবায়ুর জন্য দক্ষিণ কোরিয়ার হাওয়াই নামে পরিচিত জিজু দ্বীপে গত সপ্তাহান্তে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়। এতে ৮৬ হাজার লোক সেখানে আটকা পড়ে। পরিবহণ মন্ত্রণালয় আরো জানায়, মঙ্গলবার ২৩৮ টি ফ্লাইটে ৪৫ হাজারেরও বেশি লোক জিজু ছেড়ে যাবেন।