Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিদ্বতা করবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি আরো জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয়ভাবে বরাদ্ধকৃত প্রতীক এই নির্বাচনে বরাদ্ধ না দিয়ে অন্যকোন প্রতীক দেওয়ার কোন সিদ্ধান্ত আপাততঃ নির্বাচন কমিশনের নেই।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোট ৭৩ দশমিক ১৬ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। মন্ত্রী আরো জানান, প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে মেয়র পদে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য পৌরসভা বিধিমালা-২০১৫ নতুন করে প্রনয়ন করা হয়।
পৌর নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ও অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার ৩ হাজার ৫৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৫১টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়। পরবর্তীতে ওই সকল বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালীকরণের জন্য ইতিপূর্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণমুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ১৫৪টি প্রথম শ্রেণির পদসহ ৪২৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।