Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, বুধবার, ২৭ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ টেলিকমিউকেশন কোম্পানির (বিটিসিএল) চাকরিতে স্থায়ী নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাস্টার রোল কর্মচারীরা।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র টেলি কোম্পানির মাস্টার রোল কর্মচারীরা এ দাবি তোলেন।
এই দাবিতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাস্টার রোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। আর এরপরও দাবি মানা না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাবে মাস্টার রোল কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিটিসিএল কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ কাজ করলেও আমাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এর আগেও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের আশ্বাসে সেটা স্থগিত করা হয়। এখন মাস্টার রোল কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দিতে গড়িমসি করছে বিটিসিএল।”
স্থায়ী নিয়োগ প্রদানে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক হয়েছে উল্লেখ করে তারা বলেন, “বৈঠকে এমডি আমাদের চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ দিতে আশ্বাস দেন। তবে সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।”
মানববন্ধন শেষে কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দিতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করতে যান মাস্টার রোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির নেতারা। এ সময় বক্তব্য রাখে- সংগঠনের সভাপতি ইকবাল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা।