Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, বুধবার, ২৭ জানুয়ারি ২০১৬: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘সন্ত্রাসে উসকানি দিচ্ছেন’।
ফিলিস্তিন নিয়ে বান কি মুনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন।
বিবিসির খবরে জানানো হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনিদের বিষয়ে বান কি মুন বলেছেন, নিপীড়িত লোকজনের প্রকৃতি হলো অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় দেখানো।
ভাষণে সম্প্রতি ইসরায়েলিদের ওপর বেশ কিছু ছুরিকাঘাতের ঘটনায় ফিলিস্তিনিদের নিন্দা করেন বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘গভীর হতাশা ও বিচ্ছিন্নতাবোধ’ থেকে কিছু ফিলিস্তিন বিশেষ করে, তরুণরা ছুরি নিয়ে হামলা চালাচ্ছে। ‘অর্ধশতাব্দী ধরে চলা অবরোধ এবং শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থার কারণে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে’।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসে উসকানি দেয়’।
নেতানিয়াহু আরও বলেছেন,‘সন্ত্রাসকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না’।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নতুন মোড় নেয়। আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংকট সহিংসতায় রূপ নেয়। এ সহিংসতায় এখন পর্যন্ত ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ ইসরায়েলি, যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার দুই নাগরিক নিহত হন।