Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ‘অনেকগুলো নতুন কূপ খনন করেছি। বাপেক্সকে আমরা শক্তিশালী করেছি। গ্যাস অনুসন্ধানও চলছে। কিন্তু তারপরও সঙ্কট যে কিছু নেই তা বলব না। সঙ্কট আছে, এই সঙ্কট দূর করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। রান্নার কাজে ব্যবহারের জন্য সিলিন্ডারের এলপিজি গ্যাসের উপর থেকে ট্যাক্স তুলে দেয়া হয়েছে। বিনিয়োগকারী যাতে আসে তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। সঙ্কট কাটাবার চেষ্টা আমরা করে যাচ্ছি।’
বুধবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রামের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শীতকালে গ্যাসের ব্যবহারটাও একটু বেড়ে যায়। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক চিহ্নিত করেছি। টেণ্ডার দেয়া হয়েছে। আমরা কিন্তু বসে নাই। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এ বিষয়ে গুরুত্ব দেয়নি। গ্যাসের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার পরও কিছু সমস্যা আছে। আশা করি, এলএমজি টার্মিনাল হয়ে গেলে এই সমস্যা অনেকটা দূর হবে।’
তিনি বলেন, ‘সাধারণত শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোটাও কমে যায়। সে জন্য শীতকালে গ্যাসের সমস্যাটা দেখা যায়।
গ্যাস একটা প্রাকৃতিক সম্পদ এর একটা সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সরকারে আসার পর গ্যাসের উৎপাদন অনেক বৃদ্ধি করেছি। বৃদ্ধি করলেও যেহেতু উন্নয়ন হচ্ছে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এর বিকল্প হিসেবে আমরা এলএমজি আমদানি করার ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে এলএমজির টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এটা নির্মাণ করার পর বাইরে থেকে যদি আমরা গ্যাস আনতে পারি, হয়তবা আমরা এই সমস্যার সমাধান করতে পারব।’