খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ষুদলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে বিএনপির ‘অগ্রযাত্রাকে’ কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে বুধবার চট্টগ্রামে সমাবেশ হয়।
দলীয় কার্যালয় নাসিমন ভবনে নগর ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।
তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দালনে দীর্ঘ নয় বছরের সংগ্রামে এরশাদের পতন ঘটিয়ে জনগণের কাছ থেকে ‘আপোষহীন নেত্রী’ উপাধি পেয়েছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রীর নেতৃত্বে যতক্ষণ বিএনপি থাকবে তার অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।
“রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার এ মামলা দায়ের করেছে। এসব মামলা করে বিএনপির অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”
খালেদা জিয়াকে ‘১৬ কোটি মানুষের’ নেত্রী দাবি করে শাহাদাত বলেন, “এক/এগারোর কুশীলব মইন-ফখরুদ্দীনের ষড়যন্ত্রের মতোই আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
“সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশেই থেকেছেন খালেদা জিয়া। অপশক্তির ভয়ে দেশ ছেড়ে তিনি পালিয়ে যাননি।”
ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দালন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ডা. শাহাদাত।