খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: প্রায় দুই যুগ আগে রংপুরে এক কৃষক হত্যার ঘটনায় করা মামলার বিচার শেষে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পেয়েছেন আসামি আবদুস সাত্তার (৭০); তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন কৃষক আবু সিদ্দিক। এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা হয়।
পরে মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল পীরগাছা থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত এই চারজনকেই আসামি করে হত্য মামলা করেন।
পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়; ২০০৩ সালের ২৮ অক্টোবর সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আসামিরা জামিনে থাকলেও রায় ঘোষণার আগে আদালতে হাজির হন।