Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: সহজ জয় দিয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু করেছে ভারত। গ্রুপ ‘ডি’র খেলায় বৃহস্পতিবার আসরের সাবেক চ্যাম্পিয়নরা ৭৯ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। একই দিনে গ্রুপ ‘বি’র ম্যাচে কানাডাকে আরো সহজে হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জয় ১৯৬ রানের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৮ রান তোলে ভারত।
এরপর ৫ বল বাকি থাকতে তারা আইরিশদের অল আউট করে দেয় ১৮৯ রানে। ৫৫ রানে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল আয়ারল্যান্ড। সেই চাপ থেকে ভারত বেরিয়েছে সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে। ১১০ রানের জুটি গড়ে তোলেন তারা। ৭০ বলে ৭৪ রান করে আউট হয়েছেন সরফরাজ। তবে ৪৬তম ওভার পর্যন্ত ক্রিজে থেকেছেন সুন্দর।
৬২ রান করেছেন তিনি। এরপর ৩৬ রান আসে জিসান আনসারির ব্যাট থেকে। তাতে ভালো একটি সংগ্রহ পায় ভারত। জবাবে, ৮ রানেই দুই উইকেট হারানো আইরিশরা শুরুর ধাক্কা বেশ কাটিয়ে উঠেছিল। ৪৬ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর ১১৩ রানের জুটি বাধেন লরকান টাকার ও উইলিয়াম ম্যাকক্লিনটক। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করেছেন তারা। তবে এরপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে আইরিশরা। ৩০ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে তারা। টাকার ৫৭ ও ম্যাকক্লিনটক ৫৮ রান করেন।
পেসার রাহুল বাতাম ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন পেসার আভেস খান ও বাঁ হাতি স্পিনার মহিপাল লমরোর। সিলেট জেলা স্টেডিয়ামে কানাডার বিপক্ষে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১৫ রান করেছে। ওপেনার কাভিন বান্দারা ৬১ রান করেন। মিডল অর্ডারের আরো তিন ব্যাটসম্যান ফিফটি করেছেন। চারিথ আসালাঙ্কা ৭৬, শাম্মু আশান ৭৪ ও বিসাদ ডি সিলভা ৫১ রান করেন। ৬ উইকেটে ৩১৫ রান করে শ্রীলঙ্কা। এরপর লঙ্কানদের সম্মিলিত বোলিং আক্রমণে ভেঙ্গে পড়ে কানাডা। ১১৯ রানে অল আউট হয় তারা। সর্বোচ্চ ৪২ রান করেন আরস্লান খান।